1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে স্কুল পড়ুয়াদের যুদ্ধের প্রস্তুতির কথা

১৮ মার্চ ২০২৪

জার্মান শিক্ষামন্ত্রীর মতে, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অতিমারির সময়ে কী করা উচিত, তা শেখানো উচিত স্কুল শিক্ষার্থীদের৷ পাশাপাশি, দেশের সামরিক বাহিনীর ভূমিকাও শিক্ষার অংশ হওয়া উচিত বলে মনে করেন তিনি৷

https://p.dw.com/p/4dqJp
বার্লিনের একটি শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীরা
জার্মানির স্কুলগুলোতে নাগরিক প্রতিরক্ষা বিষয়ক শিক্ষার দেয়ার পক্ষে দেশটির শিক্ষামন্ত্রীছবি: Maja Hitij/Getty Images

জার্মানির শিক্ষার্থীদের সব ধরনের দুর্যোগ বা সংকট মোকাবিলার জন্য প্রস্তুত থাকা উচিত, জানান শিক্ষামন্ত্রী বেটিনা স্টার্ক-ভাটৎসিংগার৷ শনিবার সংবাদমাধ্যম সংস্থা ফুংকের কাছে অসামরিক প্রতিরক্ষা বিষয়ে তার মন্তব্য তুলে ধরেন ফ্রি ডেমোক্র্যাটিক পার্টির সদস্য এই মন্ত্রী৷

যা বলেন মন্ত্রী

স্কুলগুলির দায়িত্ব, এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া, মনে করেন মন্ত্রী স্টার্ক-ভাটৎসিংগার৷ তার মতে, লক্ষ্য হওয়া উচিত সহনশীলতা বাড়ানো৷ তিনি বলেন, ‘‘গোটা সমাজকে সংকটের জন্য তৈরি থাকতে হবে, তাসে অতিমারি হোক বা যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ৷''

যেভাবে যুক্তরাজ্যের বিভিন্ন স্কুলে নাগরিক প্রতিরক্ষা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়, তেমনভাবে জার্মানির স্কুলগুলিরও শিক্ষা নেওয়া উচিত৷

সাথে, সামরিক বাহিনীর সাথে স্কুল পড়ুয়াদের সম্পর্ক আরো নিবিড় করার পরামর্শ দিয়েছেন তিনি৷ সামরিক অফিসারদের স্কুলে স্কুলে গিয়ে বোঝানো উচিত, ‘‘বুন্ডেসভেয়ার আমাদের নিরাপত্তার জন্য কী করে'', জানান মন্ত্রী স্টার্ক-ভাটৎসিংগার৷

বর্তমান নিয়ম অনুযায়ী, শিক্ষক বা স্কুল পরিচালকদের আমন্ত্রণে স্কুলে আসতে পারেন বুন্ডেসভেয়ারের সদস্যরা৷

 এসএস/কেএম (এএফপি, ইপিডি, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য