1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকে আবার বিভ্রাট

১৬ এপ্রিল ২০২৪

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবারও ত্রুটি দেখা গেছে৷ মঙ্গলবার ভোর থেকে ফেসবুকের কোনো প্রোফাইলের টাইমলাইন ঠিকমতো খুলছিল না৷ তবে ঘণ্টা কয়েকের মধ্যে বিষয়টি সমাধান করেছে মেটা কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/4epxt
ফেসবুকের লোগো৷
মঙ্গলবার সকাল থেকেই ফেসবুকের বিভ্রাটে বিভ্রান্ত হয়েছে ব্যবহারকারীরা৷ছবি: Monika Skolimowska/dpa-Zentralbild/picture alliance

মঙ্গলবার সকাল থেকে কারো প্রোফাইলের টাইমলাইন দেখতে পাচ্ছিলেন না ব্যবহারকারীরা৷ বন্ধু তালিকায় থাকা কোনো বন্ধুর টাইমলাইনে যাওয়ার চেষ্টা করা হলে, ফেসবুক থেকে বলা হচ্ছিল, ‘নো পোস্ট অ্যাভেইলঅ্যাবল'৷ অর্থাৎ ওই ব্যবহারকারী টাইম লাইনে দেখানোর মতো কিছুই নেই৷

তাই অনেকের মধ্যে শঙ্কা জেগেছিল, এতোদিন ধরে ফেসবুকে দিয়ে আসা সব পোস্ট মুছে গেল কিনা তা নিয়ে৷

বাংলাদেশ কিংবা জার্মানির ব্যবহারকারীরা শুধু নয়, এদিন সকাল থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের ফেসবুক ব্যবহারকারীরা এই সংকটে পড়েছিলেন৷ তবে, কেন এই সমস্যা দেখা দিয়েছে, তা নিয়ে মেটা কর্তৃপক্ষ বা ফেসবুকের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি৷

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ব্যক্তিগত প্রোফাইল কিংবা ফেসবুকের ভ্যারিফায়েড প্রোফাইল থেকে এ বিষয়ক কোনো পোস্ট করা হয়নি৷

তবে বাংলাদেশ সময় দুপুর ১টার পর ফেসবুক আবারো স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে৷ বন্ধু তালিকায় থাকা ফেসবুক বন্ধুদের টাইমলাইনে থাকা পোস্টগুলোও দেখা যাচ্ছে৷

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলো দাবি করেছে, মাঝে মধ্যেই ফেসবুকে নানা ধরনের ত্রুটি সামনে আসছে৷তবে সেই ত্রুটি সারিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে ফেসবকু আবারো সচল হয় বলেও দাবি করেছে তারা৷

এ বছরের ৫ মার্চেও ফেসবুক ব্যবহারকারীরা বিড়ম্বনার মুখে পড়েছিলেন৷ ওইদিন হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়৷ কিন্তু পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করা হলেও শুরুতে তা সম্ভব হচ্ছিল না৷

নিজের আইডি হ্যাকারের কবলে পড়লো কি না, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েন অনেক ব্যবহারকারী৷ সেদিনও কয়েক ঘণ্টার মধ্যে ত্রুটি সারিয়ে স্বাভাবিক হয়েছিল জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটি৷

পরে অবশ্য ফেসবুকের পক্ষ থেকেও এজন্য ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছিল৷

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, এ বছর ফেসবুক ও ইনস্টাগ্রামে নানা কারণে প্রায় ৩৩ বার ত্রুটি বা সাময়িক বিভ্রাটের মুখে পড়েছে৷

টিএম/কেএম