1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির স্কুলে গুলিতে এক শিক্ষার্থী নিহত

১০ নভেম্বর ২০২৩

জার্মানির এক স্কুলে বৃহস্পতিবার এক শিক্ষার্থীর গুলিতে আরেক শিক্ষার্থী নিহত হয়েছে৷ হামলাকারীকে আটক করা হয়েছে৷

https://p.dw.com/p/4YeU7
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি
হামলার সময় স্কুলে প্রায় ১৮০ শিক্ষার্থী ছিল৷ তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়৷ছবি: Christina Häußler/Einsatz-Report24/IMAGO

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অফেনবুর্গ শহরের এক স্কুলে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে৷ নিহত ও হামলাকারী দুজনেরই বয়স ১৫৷

তদন্তকারীরা বলছেন, হামলাকারী দুপুরের দিকে শ্রেণিকক্ষে ঢুকে ঐ শিক্ষার্থীর কাছে গিয়ে বন্দুক দিয়ে গুলি করে৷ পরে ঐ শিক্ষার্থী হাসপাতালে মারা যায়৷

হামলার সময় স্কুলে প্রায় ১৮০ শিক্ষার্থী ছিল৷ তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়৷

পুলিশ এবং প্রসিকিউটররা মনে করছেন, সন্দেহভাজন একাই হামলাটি পরিচালনা করেছে৷ অভিযুক্ত অপরাধী ও নিহত শিক্ষার্থী একে অপরকে আগে থেকে চিনতো বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে৷

দুই নাবালকের মধ্যে দ্বন্দ্বের পেছনে ‘ব্যক্তিগত উদ্দেশ্য' থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

বৃহস্পতিবার অফেনবুর্গে এই ঘটনার আগের দিন হামবুর্গের এক স্কুলে দুই শিশু বন্দুক দেখিয়ে শিক্ষককে হুমকি দিয়েছিল৷ ঐ ঘটনায় কেউ হতাহত হয়নি৷

জার্মানিতে বন্দুক হামলা তুলনামূলকভাবে বিরল ঘটনা৷ তবে গত কয়েক মাসে প্রাণঘাতী কয়েকটি ঘটনা ঘটেছে যেগুলোর সঙ্গে তরুণরা জড়িত ছিল৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান