1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে সড়ক দুর্ঘটনায় ৪০টি গাড়ির একে অপরকে ধাক্কা

২৫ মার্চ ২০২৪

জার্মানির রাজ্য বাভারিয়ার উচ্চগতির একটি হাইওয়ে বা অটোবানে একাধিক দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন৷ পরপর কয়েকটি দুর্ঘটনা হওয়ায় গাড়ির উপর গাড়ি উঠে ব্যাপক যানজট ও বিপজ্জনক অবস্থা সৃষ্টি হয়৷

https://p.dw.com/p/4e6Ni
ভ্যুর্ৎসবুর্গের অটোবানে দুর্ঘটনা দুমড়ে যাওয়া কয়েকটি গাড়ি ও উদ্ধারকারী দল
জার্মানির ভ্যুর্ৎসবুর্গে অটোবানে ৪০টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছবি: Merzbach/dpa/News5/picture alliance

রোববার দুপুরের এই দুর্ঘটনার পর অটোবান এথ্রি-তে এসে পৌঁছায় উদ্ধারকারী হেলিকপ্টার৷ উদ্ধারকর্মী ও পুলিশের কাজে সহায়তার জন্য সাধারণ যান চলাচল বন্ধ রাখা হয়৷

ভ্যুর্ৎসবুর্গ শহরের পাশের এই উচ্চগতির সড়কে স্থানীয় সময় বিকাল ৪টার দিকে প্রায় ৪০টি গাড়ি সরাসরি একে অপরের সাথে ধাক্কা খায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ দ্য বাভারিয়ান রেড ক্রস সংস্থাটির মতে, ৩১জন আহত, আরো চারজনের অবস্থা গুরুতর৷

যেভাবে হলো এই দুর্ঘটনা

তিনটি পৃথক দুর্ঘটনা একই সাথে ঘটার কারণেই এই অটোবানটি বন্ধ করতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

পুলিশের মুখপাত্র বলেন, প্রথমে সংঘর্ষ হয় কয়েকটি গাড়ির, তারপরেই সেই একই জায়গায় একের পর এক গাড়ি ধাক্কা খেতে থাকলে পরিস্থিতি সামলাতে বন্ধ রাখতে হয় উচ্চগতির এই সড়ক৷

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে যখন ধাক্কা খাওয়া গাড়ির মধ্যে তিনটিতে আগুন লেগে যায়৷ তার ঠিক ৩০ মিনিট পরেই তৃতীয় দুর্ঘটনা৷ সেখানে আরো কয়েকটি গাড়ি এসে থেমে থাকা গাড়িগুলির গায়ে ধাক্কা খেতে থাকে৷

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ রেড ক্রস জানায় যে বেশ বড় আকারেই উদ্ধারের কাজ চলছে৷ দুর্ঘটনাস্থল ও আশেপাশের বন্ধ সড়কের ছবিও পোস্ট করেন তারা৷ তিনটি হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স আসার কথাও জানায় রেড ক্রস৷

বিভিন্ন উদ্ধারকারী সংস্থার কর্মীরা দুর্ঘটনাস্থলে আটকে পড়া আরো ৩০জনের দেখাশোনা করছেন৷

এসএস/কেএম (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান