1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিজুড়ে কৃষক বিক্ষোভ, যান চলাচল ব্যাহত

৯ জানুয়ারি ২০২৪

সোমবার সপ্তাহব্যাপী আন্দোলনে নেমেছেন জার্মান কৃষকেরা। দেশজুড়ে হরতালে কার্যত অবরুদ্ধ গুরুত্বপূর্ণ রাস্তা।

https://p.dw.com/p/4b0ND
জার্মানিজুড়ে কৃষকদের আন্দোলন
রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে কৃষকের ট্রাক্টরছবি: Christian Charisius/dpa/picture alliance

সোমবার থেকে আন্দোলনে নেমেছেন জার্মানির কৃষকেরা। সরকার কৃষকদের তেলের দাম থেকে ভরতুকি তুলে নিয়েছে, এর প্রতিবাদে শুরু হয়েছে আন্দোলন। রাজধানী বার্লিন-সহ একাধিক শহরে রাস্তায় নেমেছেন কৃষকেরা। ট্রাক্টর নিয়ে গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করে রেখেছেন তারা। যার জেরে সোমবার দিনভর একাধিক শহরে যান চলাচল ব্যাহত হয়। একাধিক হাইওয়েও কার্যত অবরুদ্ধ হয়ে আছে।

সম্প্রতি জার্মানির ওলফ শলৎসের নেতৃত্বাধীন সরকার ঘোষণা করেছিল, কৃষকদের বহু ভরতুকি দেয়া হয়। এবার সেই ভরতুকির অনেকটাই তুলে নেওয়া হবে। তখনই প্রতিবাদ জানিয়েছিলেন কৃষকেরা। বিক্ষোভের মুখে সরকার পিছু হঠলেও কয়েকটি খাতে ভরতুকি তুলে নেওয়ার সিদ্ধান্তে সরকার অনড় থাকে। তার মধ্যে অন্যতম তেল। কৃষকেরা এতেও খুশি নন। তাই সপ্তাহব্যাপী আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সরকারের অবশ্য দাবি দেশের বাইরের শক্তি এবং অতি ডানপন্থিরা এই আন্দোলন পরিচালনা করছে। তাদের মদতেই ট্রাক-ট্রাক্টর নিয়ে কৃষকেরা রাস্তায় নেমে পড়েছেন।

বস্তুত, সোমবারের আন্দোলনে একাধিক অতি দক্ষিণপন্থি পোস্টার, ফেস্টুন, পতাকা দেখা গেছে। এএফডি-র মতো দক্ষিণপন্থি দল সরাসরি এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। গত কয়েকবছরে এএফডি-র দ্রুত উত্থান হয়েছে জার্মানিতে। গোটা দেশে প্রায় ২৪ শতাংশ ভোট আছে তাদের।

এছাড়াও সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ, সিএসইউ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। সরকারে থেকেও বামপন্থি দল এসপিডি-র একাংশ কৃষকদের পাশে দাঁড়িয়েছে।

এদিকে সরকারও বিপাকে পড়েছে। চ্যান্সেলর শলৎস প্রস্তাব দিয়েছিলেন করোনার জন্য যে বিপুল পরিমাণ অর্থের ফান্ড তৈরি করা হয়েছিল তা মূল বাজেটে ঢুকিয়ে নেয়া হোক। কিন্তু সাংবিধানিক আদালত তাতে রাজি হয়নি। যার ফলে অর্থ সংকট তৈরি হয়েছে। সেই সংকট মেটাতেই ভরতুকি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এসজি/জিএইচ (এএফপি, ডিপিএ)