1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান সামরিক বাহিনীতে কর্মী ও উপকরণের অভাব

১৩ মার্চ ২০২৪

চলমান আধুনিকীকরণ প্রক্রিয়ার মধ্যেও জার্মান সেনাবাহিনী ‘সব কিছুর স্বল্পতা' নিয়ে চলছে বলে বার্ষিক এক প্রতিবেদনে বলা হয়েছে৷

https://p.dw.com/p/4dSu4
জার্মান সেনাবাহিনীর কয়েকজন সদস্য
নানান স্বল্পতা নিয়ে চলছে জার্মান সেনাবাহিনী, বলছে প্রতিবেদনছবি: Marijan Murat/dpa/picture alliance

মঙ্গলবার (১২ মার্চ) প্রকাশিত ঐ প্রতিবেদনে জার্মান সংসদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিশনার এফা হ্যোগল জানান, দুই বছর আগে জার্মানির সামরিক বাহিনী বুন্ডেসভেয়ারের আধুনিকীকরণের জন্য তহবিল বরাদ্ধ হলেও সেখানে সেনা সদস্য ও সরঞ্জামের অভাব রয়েছে৷

কমিশনার হ্যোগল জানান, সামরিক বাহিনীতে ‘সবকিছুরই স্বল্পতা’ ছিল৷

তিনি আরও বলেন, ‘‘দৃশ্যমান পদক্ষেপ নেয়ার পরও কর্মী, সরঞ্জাম ও অবকাঠামোগত যে উন্নতি হওয়ার কথা ছিল, তা আমাদের লক্ষ্য থেকে এখনও অনেক দূরে অবস্থান করছে৷’’     

সরঞ্জামের ঘাটতি ও সৈন্য সংকট 

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছিলেন, রাশিয়ার এই আক্রমণ ‘আমাদের অঞ্চলের ইতিহাসের  জন্য একটি গুরুত্বপূর্ণ সময়'৷ সে ঘটনার সূত্র ধরেই তিনি জার্মান পররাষ্ট্রনীতিকে আরও শক্তিশালী করতে ও সেনাবাহিনীর জন্য আধুনিক অস্ত্র কিনতে ১০ হাজার কোটি ইউরোর তহবিল ঘোষণা করেন৷

সংসদে সশস্ত্র বাহিনী বিষয়ক কমিশনার হ্যোগল জানান, ‘‘সরঞ্জামের দিক দিয়ে বুন্ডেসভেয়ার এখনও স্বয়ংসম্পূর্ণ নয়৷ ট্যাংক, বিমান, জাহাজ, গোলাবারুদ, রেডিও ও খুচরা যন্ত্রপাতির এখনও অভাব রয়েছে৷’’

তবে তিনি উল্লেখ করেন, ২০২৩ সালে জার্মান আইনপ্রণেতারা চার হাজার ৭৭০ কোটি ডলারের যে প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন, তার দুই-তৃতীয়াংশই সামরিক বাহিনীর বিশেষ তহবিলের জন্য বরাদ্দ করা হয়েছে৷ তবে হ্যোগল মনে করেন, এই আধুনিকীকরণ প্রক্রিয়া আরও দ্রুত ও গতিশীল করার প্রয়োজন রয়েছে৷

হ্যোগল জানান, জার্মান সেনাবাহিনী একটি ‘বিশাল কর্মী সংকটের’ মুখোমুখি হতে যাচ্ছে৷ তাই তিনি ২০৩১ সালের মধ্যে বুন্ডেসভেয়ারের সদস্য সংখ্যা এক লাখ ৮১ হাজার থেকে দুই লাখ তিন হাজারে বাড়ানোর আহ্বান জানিয়েছেন৷

এসএইচ/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

বিভিন্ন দেশের সামরিক ব্যায় নিয়ে ২০২২ সালের গ্যালারি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য