1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

ক্যানাডায় গাঁজা বৈধ করার প্রভাব

১৪ অক্টোবর ২০২৩

পাঁচ বছর আগে ২০১৮ সালের অক্টোবর গাঁজার বিনোদনমূলক ব্যবহার বৈধ করেছিল ক্যানাডা৷

https://p.dw.com/p/4XWwJ
Kanada | Eine Frau raucht Cannabis in Toronto
ছবি: Chris Young/empics/picture alliance

উদ্দেশ্য ছিল, মাদক সংক্রান্ত জনস্বাস্থ্য ও নিরাপত্তার উন্নতি এবং মাদক কেনাবেচা সংক্রান্ত অপরাধ ও শাস্তি কমানো৷

সেটি সম্ভব হয়েছে কিনা, তা নিয়ে সম্প্রতি একটি গবেষণা প্রকাশ করেছে ক্যানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নাল৷

এতে দেখা যাচ্ছে গাঁজার ব্যবহার, গাঁজা সেবনের কারণে জরুরি সেবা নেয়ার পরিমাণ, হাসপাতালে ভর্তি হওয়া এবং গাঁজা সেবন করে গাড়ি চালানোর পরিমাণ হয় বেড়েছে কিংবা একই আছে৷

তবে গাঁজা ব্যবহার সংক্রান্ত অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যহারে কমেছে বলে গবেষণায় দেখা গেছে৷ ফলে গাঁজা সেবনের কারণে তরুণ ও প্রাপ্তবয়স্কদের যে নীচু করা হতো, তা কমেছে বলে গবেষকেরা দাবি করেছেন৷

ওষুধ হিসাবে গাঁজার সাফল্য কেমন?

আইন অনুযায়ী, ক্যানাডার একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রকাশ্যে সর্বোচ্চ ৩০ গ্রাম (১.০৬ আউন্স) গাঁজা সেবন করতে পারেন৷ তবে রাজ্যভেদে, ১৮ থেকে ২১ বছরের তরুণরা প্রকাশ্যে গাঁজা সেবন করতে পারেন না৷ এছাড়া দোকান বা অনলাইনে গাঁজা বিক্রি সম্ভব হচ্ছে৷ এছাড়া মানুষ সীমিত পরিমাণে গাঁজার চাষও করতে পারেন৷

জাতীয় এক জরিপে দেখা গেছে, গাঁজা বৈধ করার পর এর ব্যবহার ২০১৭ সালে ২২ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ২৭ শতাংশ হয়েছে৷

দৈনিক গাঁজা সেবনের হার একই আছে, ২৫ শতাংশ৷

গাঁজা বৈধ করায় দুই-তৃতীয়াংশ গাঁজা ব্যবহারকারীরা এখন বৈধ উৎস থেকে গাঁজা কিনছেন বলে গবেষণায় দেখা গেছে৷ ফলে খারাপ মানের গাঁজা সেবনের সুযোগ কমেছে৷

সুষ্মিতা রামাকৃষ্ণান/জেডএইচ