1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এই অক্টোবর সোয়া লাখ বছরের উষ্ণতম

৮ নভেম্বর ২০২৩

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা ‘ভার্চুয়েলি' নিশ্চিত যে, চলতি বছরের অক্টোবর ছিল এক লাখ ২৫ হাজার বছরের মধ্যে উষ্ণতম অক্টোবর মাস৷

https://p.dw.com/p/4YZZl
Pakistan Hitzewelle Klimawandel
ছবি: Akhtar Soomro/REUTERS

বুধবার এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানায় ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষন বিষয়ক সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (থ্রিসিএস)৷

 থ্রিসিএস এর আগে পুরো বছর সম্পর্কেও একই ধরনের আশঙ্কার কথা জানিয়েছির৷তখন চলতি বছরের সেপ্টেম্বরকেও উষ্ণতম উল্লেখ করে তারা বলেছিল শেষ পর্যন্ত ২০২৩ সালটা ইতিহাসের উষ্ণতম বছর হলেও আশ্চর্যের কিছু থাকবে না৷ অক্টোবরের উষ্ণতা সেই আশঙ্কা আরো বাড়ালো৷

বুধবার থ্রিসিএস জানায়, সদ্য বিদায় নেয়া অক্টোবর মাসে সারা বিশ্বের গড় উষ্ণতা আগের যে কোনো অক্টোবরের চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল৷ প্রতিবেদনে আরো বলা হয়, গত এক লাখ ২৫ হাজার বছরের মধ্যে আর কোনো বছরের অক্টোবর মাস এত উত্তপ্ত ছিল না৷

বিজ্ঞানীরা মনে করেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বৈশ্বিক উষ্ণতা দ্রুত বাড়ছে৷ ফলে আবহাওয়া চরম রূপ নিচ্ছে৷ প্রায় নিয়মিত বিরতিতে ঝড়ের তাণ্ডবের মূল কারণ হিসেবে বৈশ্বিক উষ্ণতার কথাই উল্লেখ করে আসছেন বিজ্ঞানীরা৷

চলতি বছর চরম গরম যেমন পড়েছে, তেমনি বিশ্বের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিও হয়েছে৷ সেপ্টেম্বর মাসেও ছিল চরম আবহাওয়ার দাপট৷ তখন গ্রিসে যেমন ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডব চলেছে, আবার প্রবল বৃষ্টির কারণে বন্যাও হয়েছে৷ সেই মাসে লিবিয়াতেও ভয়াবহ বন্যা হয়েছে৷ বন্যায় বিপর্যস্ত হয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর ডার্না, কয়েক হাজার মানুষের প্রাণও কেড়ে নিয়েছে বন্যা৷

এসিবি/ কেএম (এএপপি, এপি, রয়টার্স)