1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উষ্ণতম বছর হওয়ার পথে ২০২৩

৫ অক্টোবর ২০২৩

গত সেপ্টেম্বর ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ সেপ্টেম্বর৷ এর আগে আর কোনো সেপ্টেম্বর ২০২৩ সালের সেপ্টেম্বরের মতো গরম ছিল না৷ শেষ পর্যন্ত ২০২৩ সালটা ইতিহাসের উষ্ণতম বছর হলেও নাকি আশ্চর্যের কিছু থাকবে না৷

https://p.dw.com/p/4X8mG
২০২৩ সাল সবচেয়ে চরম আবহাওয়া দেখেছে গত সেপ্টেম্বরে
২০২৩ সাল সবচেয়ে চরম আবহাওয়া দেখেছে গত সেপ্টেম্বরেছবি: Alexandros Avramidis/REUTERS

এমন পূর্বাভাসই দিচ্ছে ইইউ-র কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (থ্রিসিএস)৷ এক প্রতিবেদনে তারা জানিয়েছে, চলতি বছরের প্রথম নয় মাসের গড় তাপমাত্রা সেরকম ইঙ্গিতই দিচ্ছে৷ প্রতিবেদনে বলা হয়, এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বরের গড় তাপমাত্রা আগের যে কোনো বছরের প্রথম নয় মাসের গড় তাপমাত্রার চেয়ে ০.৫২ ডিগ্রি সেলসিয়াস (০.৯ ডিগ্রি ফারেনহাইট) ফারেনহাইট বেশি ছিল৷

আগে বছরের প্রথম নয় মাসে সবচেয়ে বেশি গরম ছিল ২০১৬ সালে৷ ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের তাপমাত্রা তার চেয়েও ০.০৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলেও সিথ্রিএস-এর প্রতিবেদনে জানানো হয়৷

ইতিমধ্যে উষ্ণতম বছর হওয়ার ইঙ্গিত রাখা ২০২৩ সাল সবচেয়ে চরম আবহাওয়া দেখেছে গত সেপ্টেম্বরে৷ ওই ৩০ দিনে ভূপৃষ্ঠের তাপমাত্রা ১৬.৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়৷  ১৯৯১ থেকে ২০২০ পর্যন্ত রেকর্ড করা মাসিক সর্বোচ্চ গড় তাপমাত্রার চেযে তা ০.৯৩ ডিগ্রি সেলসিযাস বেশি৷

বিজ্ঞানীরা মনে করেন, জীবাষ্ম জ্বালানি পোড়ানোর কারণে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক উষ্ণতা দ্রুত বাড়ছে৷ এ কারণে আবহাওয়া চরম রূপ নিচ্ছে৷ ঘন ঘন ঝড়ের তাণ্ডবের মূল কারণ হিসেবে সেই বিষয়টিকেই চিহ্নিত করে আসছেন বিজ্ঞানীরা৷

চলতি বছর চরম গরমের পাশাপাশি প্রবল বর্ষণও দেখেছে৷ গত সেপ্টেম্বরেও ছিল চরম আবহাওয়ার দাপট৷ এ মাসে গ্রিসে যেমন ঘূর্ণিঝর ড্যানিয়েলের তাণ্ডব চলেছে, প্রবল বৃষ্টির কারণে বন্যাও হয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে৷ লিবিয়াতেও হয়েছে ভয়াবহ বন্যা৷ বন্যায় বিপর্যস্ত হয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর ডার্না, কয়েক হাজার মানুষের প্রাণও কেড়ে নিয়েছে বন্যা৷

এসিবি/ কেএম (এপি, রয়টার্স)