1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

ইউক্রেনের জন্য পশ্চিমা সহায়তা নিয়ে আশার আলো

১৮ জানুয়ারি ২০২৪

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমা সহায়তার অভাবে রাশিয়ার জয় ও ইউরোপের জন্য বড় সংকটের পূর্বাভাস দিয়েছেন৷ ওয়াশিংটন ও ব্রাসেলস রাজনৈতিক জটিলতা কাটিয়ে আবার সহায়তা শুরুর আশা করছে৷

https://p.dw.com/p/4bP0i
বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টোলটেনব্যার্গের সঙ্গে সেখানে বৈঠক হয় তার।
অর্থ সহায়তা না পেলে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোও হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা ইউক্রেনের প্রেসিডেন্টের।ছবি: Ukraine Presidency/Ukrainian Pre/ZUMAPRESS.com/picture alliance

অ্যামেরিকা ও ইউরোপে রাজনৈতিক জটিলতার কারণে ইউক্রেনের জন্য সহায়তায় বিলম্ব ঘটায় উদ্বিগ্ন সে দেশের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি৷ সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামে যোগ দিতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, এমনটা চলতে থাকলে গোটা ইউরোপ বিশাল সংকটের মুখে পড়বে৷ তাঁর মতে, আন্তর্জাতিক আর্থিক সহায়তা না পেলেও ইউক্রেন লড়াই চালিয়ে যাবে৷ তবে সে ক্ষেত্রে রাশিয়া ইউক্রেন দখল করতে সমর্থ হবে৷ সেটা ঘটলেই ন্যাটো ও রাশিয়ার মধ্যে যুদ্ধ হবে বলে জেলেনস্কি মনে করেন৷ সেইসঙ্গে যুদ্ধে ইউক্রেনের পরাজয়ের ফলে ইউরোপে আরো শরণার্থীর ঢল নামবে৷ ইউক্রেন থেকে খাদ্যশস্য ও বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যাবে৷

এমন নেতিবাচক চিত্র সত্ত্বেও ইউক্রেনের জন্য সহায়তার ক্ষেত্রে সামান্য হলেও কিছুটা আশার আলো দেখা যাচ্ছে৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংসদে দুই দলের নেতাদের সঙ্গে আলোচনা করে বাজেট নিয়ে অচলাবস্থা কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ তিনি রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের মধ্যে রাজনৈতিক বিবাদ কাটিয়ে ঐকমত্যের আশা করেন৷ সেটা সম্ভব হলে ইউক্রেনের জন্য ধার্য প্রায় ৬,১০০ কোটি ডলার অংকের সহায়তাও সংসদে অনুমোদিত হবে৷ বিরোধী রিপাবলিকান দলের নেতারাও ইউক্রেনের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেছেন৷ বৃহস্পতিবারই সংসদে ভোটাভুটির মাধ্যমে মার্কিন বাজেট অনুমোদন করা হতে পারে৷

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েনও দাভোসে ইউক্রেনের জন্য ধার্য সহায়তা নিয়ে জটিলতা কাটানোর বিষয়ে আশা প্রকাশ করেছেন৷ আগামী চার বছরের জন্য প্রায় ৫,০০০ কোটি ইউরো অংকের সহায়তার প্রশ্নে হাঙ্গেরি ভেটো প্রয়োগ করায় বিষয়টি স্থগিত রয়েছে৷ ইইউ কমিশন ও ইইউ পার্লামেন্ট সেই বাধা অতিক্রম করার চেষ্টা চালাচ্ছে৷ হাঙ্গেরির আপত্তি সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৬টি দেশ দ্বিপাক্ষিক বোঝাপড়ার মাধ্যমে সেই সহায়তার সিংহভাগ ইউক্রেনের হাতে তুলে দিতে পারে, এমন সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে৷ আগামী ১লা ফেব্রুয়ারিইইউ শীর্ষ সম্মেলনে এই সমস্যার জট ছাড়ানোর উদ্যোগ নেওয়া হবে৷

পশ্চিমা সহায়তা হাতে পেলে ইউক্রেন কোন বিষয়টিকে অগ্রাধিকার দেবে, সে দেশের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা ডাভোসে তা জানিয়ে দিয়েছেন৷ তাঁর মতে, রাশিয়ার হামলার তৃতীয় বছরে আকাশসীমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণই তাঁর সরকারের সবচেয়ে বড় লক্ষ্য৷ রাশিয়া থেকে লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সামলাতে ইউক্রেন হিমসিম খাচ্ছে৷ কুলেবা বলেন, যে পক্ষ আকাশ নিয়ন্ত্রণ করবে, তার হাতেই যুদ্ধের সমাপ্তির উপায় ও সময় স্থির করার ক্ষমতা থাকবে৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স, এএফপি)